Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করোনাক্রান্ত হয়ে মারা গেলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ০২:৪৪ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০, ০২:৪৪ PM

bdmorning Image Preview


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ভ্যালেরি জিসকার দিসতান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বুধবার (২ ডিসেম্বর) ভ্যালেরি ফাউন্ডেশন ও তার পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এপির। ভ্যালেরি ফাউন্ডেশনের বরাত দিতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিসকার দিসতান গত মাসে হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরে করোনা আক্রান্ত হওয়ার পরে মধ্য ফ্রান্সের লোইর-এট-চের অঞ্চলে তার পারিবারিক বাসভবনে মারা যান।

এছারাও বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি। ভ্যালেরি ফাউন্ডেশন এক টুইটে বলেছে, ‘তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এবং কোভিড-১৯-এ আক্রান্ত হবার কারণে তিনি মারা গেছেন।’ জিসকার দিসতান মাত্র ৪৮ বছর বয়সে ফ্রান্সের প্রেসিডেন্ট নিযুক্ত হন। ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতায় ছিলেন। ২০০৭ সালে এমানুয়েল ম্যাক্রো ক্ষমতায় আসার আগে তিনি ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সর্বকনিষ্ঠ নেতা ছিলেন।

Bootstrap Image Preview