Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের পর স্বামীর সঙ্গে ‘আয়াতুল কুরসি’ পড়ছেন সানা খান (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৪৮ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


বলিউড অভিনেত্রী সানা খান ইসলামের পথে চলার ঘোষণা দিয়ে রুপালী জগতকে বিদায় জানিয়েছিলেন গত অক্টোবরে। সম্প্রতি আনাস সাঈদ নামে গুজরাটের এক মাওলানাকে বিয়ে করে ফের খবরের শিরোনামে এসেছেন ‘বিগ বস’খ্যাত এই তারকা ।

বিয়ের ছবি থেকে শুরু করে স্বামীর সঙ্গে যখন তিনি যা শেয়ার করছেন সবই ভাইরাল হচ্ছে।

গত ২২ নভেম্বর এই অভিনেত্রী ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে প্রথম ছবি আপলোড দেন এবং বাকি জীবন দুজন যেন একসঙ্গে থাকতে পারেন তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে একটি স্ট্যাটাস দেন।

সেখানে মহাপবিত্র আল কোরআনের সুরা আররহমানের ‘ফাবি আইয়িআলা ইরব্বিকুমা তুকাজ্জিবান’ আয়াতের কথা স্মরণ করেন সানা। বিষয়টি ভারতের নেটদুনিয়ায় ভূয়সী প্রশংসিত ও আলোচিত হয় ।

একসপ্তাহ যেতে না যেতেই ফের আলোচনায় এসেছেন সানা। এবার ইনস্টাগ্রামে দেখা গেল স্বামীর সঙ্গে ‘আয়াতুল কুরসি’ পাঠ করছেন সানা।

গত ২৯ নভেম্বর ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ‘আয়াতুল কুরসি’ পাঠ করার ভিডিওটি পোস্ট করেন।

পোস্টে সানা লিখেছেন, নামাজের পর এবং বাড়ি থেকে বের হওয়ার আগে ‘আয়াতুল কুরসি’ পাঠ করলে সব বাজে নজর থেকে রক্ষা পাওয়া যায়। স্বামী কাজের উদ্দেশে ঘর থেকে বের হওয়ার আগে সব সময় এই সর্বমহান আয়াত পাঠ করুন।

সানার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বেশ সাড়া পড়ে গেছে। পোস্টের দুই দিনের মধ্যে প্রায় সাড়ে ২৮ লাখবার দেখা হয়ে গেছে।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্টের মাধ্যমে বিনোদন জগত থেকে বিদায়ের কথা ঘোষণা করেন সানা খান। বাকি জীবন আল্লাহর পথে চলার ও সমাজসেবা করার কথা জানিয়েছিলেন সানা।

২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সানা খানের। এর পর তিনি বলিউডে ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ ও ‘টয়লেট : এক প্রেম কথা’র মতো সিনেমা করেন।

ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাকে।

পাঁচ ভাষার ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন সানা। ২০১২ সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন

Bootstrap Image Preview