Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেশি করোনা ঝুঁকিতে থাকেন কুকুরের মালিকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ০৪:৪৪ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০, ০৪:৪৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ প্রভুভক্ত প্রাণী হিসেবে কুকুরের বেশ সুনাম রয়েছে। আজকাল অনেক বাসা বাড়িতেই কুকুর পুষতে দেখা যায়। অনেকে প্রয়োজনে আবার অনেকে শখের বসেই কুকুর পুষে থাকেন। বাসায় কুকুর পোষার কারণে আপনি নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারেন।

স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোভিড-১৯ রোগের মূল ঝুঁকির কারণগুলো বিশ্লেষণ করেছেন এবং দাবি করেছেন যে, কুকুর পোষা আপনার করোনা ঝুঁকি বাড়িয়ে তোলে। এ গবেষণার আলোকে যারা কুকুর পোষেন তাদেরকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

এ গবেষণায় গবেষকরা মার্চ থেকে মে মাস পর্যন্ত জাতীয় লকডাউন চলাকালীন স্পেনের ২,০৮৬ জন ব্যক্তিকে পর্যবেক্ষণ করেছেন। তাদের বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে, যাদের বাসায় কুকুর ছিল তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

গবেষণার নেতৃত্বদানকারী ক্রিস্টিনা সানচেজ গঞ্জালেজ বলেন, ‘আমাদের গবেষণার ফল কুকুর-মানুষের মধ্যে সংস্পর্শ বাড়ানোর বিষয়ে সতর্ক করছে এবং এই বেশি সংক্রমণের কারণ এখনও ব্যাখ্যা করা যায়নি। মানুষের মধ্যে সার্স-কোভ-২ শনাক্তকরণের প্রক্রিয়ার বর্তমান ঘাটতি বিবেচনায় কুকুরের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা খুব অসম্ভব একটি ব্যাপার।’

Bootstrap Image Preview