Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পদ্মাসেতুর শেষ স্প্যান বসবে ১০ ডিসেম্বরের মধ্যেই: সেতুমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১১:০৩ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০, ১১:০৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই পদ্মাসেতুর শেষ স্প্যানটি বসবে বলে আশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মন্ত্রী তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘সবার জন্য এই সুখবরটি জানাতে চাই, মাত্র একটি স্প্যান বসলেই পূর্ণাঙ্গ অবকাঠামোর রূপ পাবে পদ্মাসেতু। এই বিজয়ের মাসেই পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যান বসে যাবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বাকি স্প্যানটি বসে যাবে আশা করছি।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘অতীতে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছে, সে নির্বাচনে জয়ী বা পরাজিত যাই হোক না কেন, এবার তাদের মনোনয়ন আমরা দেবো না।’

Bootstrap Image Preview