Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো দুই ভাইবোনের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ০৩:০০ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০, ০৩:০০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ মায়ের সাথে ঘুরতে গিয়ে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪)। গত শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

ওই এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মোঃ শাখাওয়াত হোসেন জানান, শুক্রবার বিকেলে মোস্তফার স্ত্রী-ছেলে মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যায়। সেখান থেকে আসার পথে রেললাইনে ছবি তুলছিল মালেক। সে শ্রবণ প্রতিবন্ধী ছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে গিয়ে বোন সুমাইয়া চেষ্টা করেন। কিন্তু ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান বোন সুমাইয়াও।

নিহত মালেক প্যারাগন ফিড মিলে চাকরি করতেন। ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই ভাই-বোন মোহাম্মদ নুরুল মোস্তফার সন্তান। তার বাড়ি চাঁদপুর জেলায়। চাকরির সুবাদে দীর্ঘ ১৫ বছর ধরে ওয়াহেদপুর এলাকায় বসবাস করে আসছে তারা।

Bootstrap Image Preview