Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে করোনা টিকা নিতে বাধ্য করবেন না বাইডেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ০৩:০৬ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০, ০৩:০৬ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ মহামারি করোনার হাত থেকে বাঁচতে প্রত্যেক দেশেই নেয়া হচ্ছে বাড়তি সতর্কতা। তবে করোনাভাইরাসের টিকা পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের তা নিতে বাধ্য করা হবে না বলে জানিয়েছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সংক্রমণ এড়াতে মাস্ক পরার ব্যাপারে সিডিসির নতুন নির্দেশনার পর একথা বললেন জো বাইডেন। এমনকি করোনা সংক্রমণ থেকে বাঁচতে প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানও জাকজমকপূর্ণ না হওয়ার প্রত্যাশা বাইডেনের।

ডেলাওয়ারের উইলমিংটনে দেওয়া এক বক্তব্যে জো বাইডেন বলেন, আমার শাসনামলে মার্কিন নাগরিকদের সঠিক কাজে আগ্রহী করার ব্যাপারে সব ধরনের কাজ করবো। তারা যখন সঠিক কাজটি করবেন, তা ভালো ফল বয়ে নিয়ে আসবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন। করোনার কারণে সীমিত পরিসরেআয়োজন করা হবে। বেশি মানুষের ভীড় হবে না।

Bootstrap Image Preview