বেশকিছুদিন ধরে দীঘির সঙ্গে দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পাঁচতারা একটি হোটেলে দেখাও করেছেন তারা। আর এনিয়ে মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনাও হচ্ছে।
তবে দীঘির সঙ্গে প্রেমের গুঞ্জন জানতে চাইলে তৌহিদ আফ্রিদি বলেন, দীঘি আমার খুব ভালো বন্ধু। এছাড়া আর কিছুই না। ওর সঙ্গে আমার তুই-তুকারি সর্ম্পক। আমার শোয়ের মাধ্যমে ওর সঙ্গে পরিচয়। কিন্তু তারপর আমরা বেশ ভালো বন্ধু হয়ে গেছি। দীঘির সঙ্গেও সিনেমা করার সম্ভাবনা আছে।
এদিকে শুক্রবার (৪ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে তৌহিদ আফ্রিদি অভিনীত নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবারো’। এতে তার বিপরীতে আছেন অনিন্দিতা মিমি। রোমান্টিক ধাঁচের গল্পে এটি নির্মাণ করেছেন হায়াত মাহমুদ। নিজের ইউটিউব চ্যানেল মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে তিনি বলেন, সিনেমা মানের একটি শর্টফিল্ম করেছি। অনেক হাই কোয়ালিটি শর্ট ফিল্ম। আমার ক্যারিয়ারে সেরা কাজ এটি। মেকিং, গল্প সব মিলিয়ে অসাধারণ একটি কাজ। দর্শক দেখলেই তার প্রমাণ পাবে।
শোনা যাচ্ছে, বড়পর্দায় আসতে যাচ্ছেন তৌহিদ আফ্রিদি। এ ব্যাপারে বলেন, সিনেমায় আমি খুব তাড়াতাড়ি আসব। বেশ ভালো কিছু প্রস্তাব আছে আমার হাতে। ঠিক কবে সিনেমায় নামব সে ব্যাপারে একটা চিন্তার মধ্যে আছি।