Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পৌরসভা নির্বাচনে প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের সেঁজুতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ১০:৫৭ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০, ১০:৫৭ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে নেত্রকোনার মদন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে এবারই প্রথম প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের সেঁজুতি তালুকদার সোনালী। তিনি সংরক্ষিত মহিলা আসনে ওই পৌরসভার ৩, ৪, ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন।

নেত্রকোনার মদন উপজেলায় ভিক্ষাবৃত্তি বন্ধ করে ‘স্বপ্নের ছোঁয়া’ নামের একটি কর্মমুখী সংগঠন করা হয়েছে। সেই সংগঠনের সাধারণ সম্পাদক সেঁজুতি তালুকদার সোনালী সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী হয়ে গত মঙ্গলবার ১ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সেঁজুতি জানান, আমি দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, গরীব ও অবহেলিত হিজরাদের নিয়ে কাজ করছি। তাদেরকে আর্থিকভাবে সহযোগিতাসহ নানা সমস্যা সমাধানে পাশে থাকি। এলাকার মানুষের উপকার করা ও তাদেরকে যেন সঠিকভাবে সেবা প্রদান করে যেতে পারি সেজন্য নির্বাচনে প্রার্থী হয়েছি।

উল্লেখ্য, মদন পৌরসভার ৩, ৪, ৫ সংরক্ষিত আসনে সেঁজুতিসহ মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছেন।

Bootstrap Image Preview