Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ধরা পড়ল সিসিটিভির ফুটেজে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১১:১০ AM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ১১:১০ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে ঘটনা ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়,  ‘শুক্রবার দিবাগত রাত ২টার পরপর দুইজন পিঠে ব্যাগ নিয়ে এসে মই বেয়ে উঠে ভাস্কর্য বেদির ওপর। এর পর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভাঙচুর করে। ভাঙচুর শেষে তারা নিরাপদে চলে যায়।’ 

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, ‘যে দুইজন এ ভাঙচুরে অংশ নিয়েছেন তাদের ইতিমধ্যেই সনাক্ত করা সম্ভব হয়েছে।’ 

জানতে চাইলে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কুষ্টিয়ায় এ ধরনের নোংরা কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। যারাই এ ঘটনা ঘটিয়েছে এবং মদদ দিয়েছে, তাদের প্রত্যেককে কঠিন শাস্তি পেতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে পুলিশকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’ 

রবিবার (৬ ডিসেম্বর) জেলা বিশেষ আইন শৃংখলা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সেখানে সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ অবস্থা জানানো হবে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকবেন। 

Bootstrap Image Preview