Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দুই মাদ্রাসাছাত্র আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ০২:১৬ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ০২:১৬ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। সেই সূত্রে পুলিশ দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে।

গতকাল শনিবার (৫ ডিসেম্বর) রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আজ (৬ ডিসেম্বর) প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। প্রেস বিফ্রিংয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।

Bootstrap Image Preview