বিডিমর্নিং ডেস্কঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আজ রবিবার(৬ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাগুরা জেলা আওয়ামীলীগ। বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শহরের সেগুনবাগিচা এলাকায় প্রতিবাদ সমাবেশে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরসহ বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ‘আমরা আলেম সামাজকে অত্যন্ত সম্মান করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার স্মীকৃতি দিয়েছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন। এছাড়া সারা দেশে ৫০৭টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।‘
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন শান্তিপূর্ণ অগ্রযাত্রার বাংলাদেশকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ধৃষ্টতা যারা দেখিয়েছেন বাংলার মাটিতে তাদের ঠাই হবে না।‘
মৌলবাদী-জঙ্গীবাদীদের কোন ছাড় দেয়া হবেনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। যারা ভাষ্কর্য আর মুর্তিকে এক করে ফেলেছেন তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।‘