Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্বশুর-শাশুড়ির সাথে রাগ করে পুত্রবধূর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:২৮ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:২৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ শ্বশুর-শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি হওয়ায় আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী। রবিবার(৬ ডিসেম্বর) ভোরে বাবার বাড়িতে নিজের ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। নিহত কুলসুম সাতক্ষীরার দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের নুরুজ্জামানের মেয়ে এবং বদরতলা গ্রামের আবুল হাসানের স্ত্রী।

কুলসুমের নানি রাবেয়া খাতুন(৬৫) জানান, শ্বশুর-শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি হওয়ায় প্রায় মাস তিনেক আগে কুলসুম তার দুই সন্তানকে নিয়ে ধোপাডাঙ্গায় বাবার বাড়িতে চলে আসে। আজ (৬ ডিসেম্বর) ভোরে ফজরের নামাজের পর কুলসুম নিজের ঘর থেকে বাইরে আসে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আবার নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেয়।

দরজা খোলার জন্য বারবার তাকে ডেকেও কোন সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে তার বৃদ্ধ নানি স্থানীয় প্রতিবেশী অপর এক মহিলাকে সাথে নিয়ে ঘরের দরজা ভেঙে কুলসুমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেবহাটা থানায় খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কুলসুমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, নিহত গৃহবধূর সুরতহাল পরবর্তী মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে বলে তিনি জানান।

Bootstrap Image Preview