Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১১:০২ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ১১:০২ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অবমাননা ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি জিহান আল রশিদের নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মীরা।

রবিবার (৬ ডিসেম্বর) জেলার বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী পাবলিক হল থেকে শুরু করে ফেনী রোডে বিক্ষোভ প্রদক্ষিণ করে পাবলিক হল চত্বরে এসে প্রতিবাদ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশের মানচিত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের প্রতিটি জনগণের হৃদয়ের অবস্থান করছে। ভাস্কর্যের বিরোধিতা করে জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে দূরে রাখা যাবে না। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে পুঁজি করে অরাজকতা তৈরি করছে।‘

বক্তারা আরো বলেন, ‘৭১ সালেও তারা এ দেশকে অস্বীকার করেছিল। ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নাম করে অশান্তি তৈরি করলে এক চুলও ছাড় দেয়া হবে না। ছাত্রলীগ সব সময় শান্তিতে বিশ্বাস করে।’ ছাত্রলীগ নেতৃবৃন্দরা সমাবেশে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের কঠিন শাস্তির দাবি জানান।

Bootstrap Image Preview