Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজনৈতিক অনুষ্ঠানে মাস্ক পরে আসতে হবেঃ প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ০২:৫৯ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০, ০২:৫৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ করোনার দ্বিতীয় প্রকোপ ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা ও জনসচেতনামূলক কাজ করছেন সরকার। দলের যেকোনো রাজনৈতিক অনুষ্ঠানে মাস্ক পরে আসতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

বৈঠকের বিষয়ে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মাস্ক না পরলে জরিমানার পাশাপাশি কাপড়ের মাস্ক দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২০ নামে নতুন এই আইনের ফলে ২০০২ এর আইনটি বাতিল হবে। রাজাকারের তালিকা ও গেজেট প্রকাশে সুপারিশ করবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

Bootstrap Image Preview