Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজ স্ত্রীর কাছে পুরুষত্বের পরীক্ষা দিলেন স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ১১:২৯ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০, ১১:২৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বিয়ের পর মাসের পর মাস কেটে গেলেও স্ত্রী’র সঙ্গে ঘনিষ্ঠতায় যাননি তরুণ। আর তাই স্ত্রীর মনে জন্ম নেয় সন্দেহের। স্বামীকে যৌন মিলনে অক্ষম ভেবে বাপেরবাড়ি চলে যান তিনি। স্ত্রীর মন পেতে রীতিমতো পরীক্ষা দিয়ে সুস্থতা প্রমাণ করলেন ওই তরুণ।

করোনাকালীন সময়ে বিয়ে ঠিক হয়েছিল এ দম্পতির। কিন্তু আচমকা করোনা পরিস্থিতিতে সব পরিকল্পনা বানচাল হওয়ার জোগাড়। তবে বিয়ে বাতিল করার কথা ভাবেনি দুই পরিবার। তাই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় তাদের।

গত ২৯ জুন ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে বসে বিয়ের আসর। গাঁটছড়া বাঁধেন তরুণ-তরুণী।

নববধূর দাবি, বিয়ের পর থেকে এক ঘরে থাকলেও স্বামী নাকি কোনওদিন ছুঁয়ে দেখেননি তাঁকে। তাই বাপের বাড়ি চলে যান তিনি।

তরুণ পরিষ্কার জানান, তাঁর যৌন মিলনের ক্ষেত্রে কোনও শারীরিক সমস্যা নেই। তরুণের দাবি আদৌ সত্যি কিনা তা খতিয়ে দেখতে পরীক্ষা করা হয়।

টেস্টের রিপোর্টে দেখা যায় তরুণের দাবিই সঠিক। তাঁর কোনওরকম শারীরিক সমস্যা নেই। তবে স্ত্রীর সঙ্গে যৌন মিলনে কেন আপত্তি তরুণের? তিনি স্পষ্ট করে জানান, বিয়ের সময় স্ত্রীর পরিবারের অনেকেই করোনা আক্রান্ত ছিলেন।

তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত বলেই সন্দেহ তৈরি হয়েছিল। সে কারণে স্ত্রীর সঙ্গে কিছুটা দূরত্ব রেখেছিলেন তিনি। তবে স্ত্রীর সঙ্গে এবার নিশ্চয়ই তাঁর সম্পর্কের উন্নতি হবে বলেই আশা তরুণের। এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল ভোপালে। তরুণীও আবার নতুন করে স্বামীর সঙ্গে প্রেমের জোয়ারে ভাসার প্রস্তুতি নিচ্ছেন।

Bootstrap Image Preview