Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শুধু ধর্ষণই নয়, মৃত নারীদের সঙ্গে সেলফিও তুলতো মুন্না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ১১:৫৬ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০, ১১:৫৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণের অপরাধে গ্রেপ্তার মুন্না শুধু ধর্ষণই নয়, কাটাছেঁড়া মরদেহের সঙ্গে সেলফি তোলার প্রমাণ পেয়েছে সিআইডি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুই-তিন বছর ধরে মুন্না মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিলো এ অভিযোগের সত্যতা পেয়ে সিআইডি তাকে আটক করে।

সিআইডির কর্মকর্তাদের মুন্না জানিয়েছে, 'গত চার বছরে ৩ হাজার মৃতদেহ কাঁটাছেড়া করেছে সে। তার মোবাইল ঘেটে মানসিক বিকৃতির আরও প্রমাণ পেয়েছে সিআইডি।'

সিআইডির এক কর্মকর্তা জানান, 'মুন্না মৃতদেহের সঙ্গে সেলফি তুলতো। এক্ষেত্রে তার পছন্দের তালিকার শুরুতে ছিল তরুণীদের লাশ। এ ছাড়া সে নির্ধারিত সময়ের আগে জন্মানো শিশুদের মৃতদেহ তুলে ধরেও সেলফি তুলত। বুক চেড়া, পেট ফাঁড়া মৃতদেহের ভিডিও করতো সে।'

সিআইডির এক কর্মকর্তা জানান, 'মুন্নার কাছে কম বয়সী তরুণীদের মৃতদেহ হলো ‘ভালো’ মরদেহ। আর বয়স্ক নারী ও পুরুষদের মরদেহ হলো ‘খারাপ’ মরদেহ।'

Bootstrap Image Preview