Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জন্মদিনে ফিলিস্তিনি শিশু প্রাণ হারালো ইসরাইয়েলি সেনার গুলিতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ০৯:৫৪ AM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০, ০৯:৫৪ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


পশ্চিমতীরে ইসরাইয়েল-ফিলিস্তিনিদের সংঘাত দেখতে গিয়ে ইসরাইয়েলি সেনাদের গুলিতে জন্মদিনে প্রাণ হারালো ১৩ বছরের কিশোর আলি আয়মান নাসর আবু আলিয়া।

গত শুক্রবার (৪ ডিসেম্বর) পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় হামলা চালায় ইসরাইয়েলি সেনারা। খবর আরব নিউজ ও ডয়েচে ভেলের।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাড়ার মোড়ে ইসরাইলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ফিলিস্তিনের বিক্ষোভকারীদের সংঘাত দেখতে গিয়েছিল ১৩ বছরের শিশুটি। সেখানেই ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারায় শিশুটি।’

স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘আলি আবু আলিয়ার পরিবার ধার্মিক হওয়ায় কোনো বছরই ছেলের জন্মদিন পালন করেননি তারা। কিন্তু এ বছর তার বাবা-মা ঠিক করেছিলেন ছেলের জন্মদিন পালন করবেন। মা কেকও বানিয়েছিলেন। জন্মদিনের প্রস্তুতি চলছে, তখনই পাড়ার মোড়ে বিক্ষোভ শুরু হয়। প্রায় প্রতি সপ্তাহেই এমন বিক্ষোভ চলে। এদিন বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পর আলি তা দেখতে যায়। গুলি লাগার পর বিক্ষোভকারীরাই আলিকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলির মৃত্যু হয়।’

শনিবার জানাজার আগে ফিলিস্তিনি ওই শিশুর মরদেহ নিয়ে উত্তর রামাল্লায় হাজার হাজার মানুষ ইসরাইলের ওই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘পশ্চিমতীরের রামাল্লা এলাকার মুঘাইর গ্রামে ফিলিস্তিনি শিশুটির পেটে একাধিক গুলি করেন ইসরাইলি সেনারা।’

Bootstrap Image Preview