Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের প্রস্তাব প্রত্যাখানে তরুণীকে গুলি করে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ১০:০৬ AM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০, ১০:০৬ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় গুলি করে হত্যা করা হয়েছে তরুণীকে।

মৃত তরুণির নাম সোনিয়া। অভিযুক্তের নাম শেহজাদ। সে রাওয়ালপিন্ডির কোরাল এলাকার বাসিন্দা।

শেহজাদের পরিবারের বরাত দিয়ে দেশটির পুলিশ জানান, ছেলে শেহজাদের বিয়ের জন্য সোনিয়া নামের ওই খ্রিষ্টান তরুণীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু সোনিয়ার পরিবার সেই প্রস্তাব ফিরিয়ে দেয়।

শেহজাদ জানান, ফাইজান নামে ওই এলাকারই এক যুবকের সঙ্গে বাইরে বেরিয়েছিলেন সোনিয়া। সেই সুযোগ সোনিয়াকে গুলি করে সে।

পুলিশ আরও জানান, ফাইজানকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মূল আসামি শেহজাদ এখনও পলাতক রয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে ত্রিকোণ প্রেমের টানাপোড়নেই এমন ঘটনা ঘটেছে। তবে অন্যান্য সব দিকও খতিয়ে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview