বিডিমর্নিং ডেস্কঃ বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর গ্রামের দক্ষিনপাড়ার একটি বাঁশ বাগানে বোমা তৈরির আখড়া বানিয়েছিলেন দুষ্কৃতিকারীরা। সেখান থেকে ৩টি বোমা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গত সোমবার (০৭ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় সেখান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুর গ্রামের দক্ষিনপাড়ার একটি বাঁশ বাগানে দুষ্কৃতিকারী কর্তৃক বোমা তৈরির খবর পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান এর নির্দেশে এসআই রোকনুজজামান অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ফেলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।