Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিছানায় নিকের বিরক্তিকর অভ্যাসের কথা জানালেন প্রিয়াংকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ০৩:৫৭ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ একই ছাদের নিচে দুই বছর কাটিয়ে ফেলেছেন তারকা দম্পতি প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। প্রায়ই নিজেদের ব্যক্তিজীবন নিয়ে খবরের শিরোনামে উঠে আসেন তারা। এবার বিছানায় নিকের একটি বিরক্তিকর অভ্যাসের কথা ফাঁস করে আলোচনার জন্ম দিয়েছেন পিগি চপস।

প্রিয়াংকা জানিয়েছেন, তিনি ঘুম থেকে ওঠার পরে তার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিক। মেকআপ হীন মুখে একটু ক্রিম আর মাসকারা লাগাতে চাইলে, তাকে সে সুযোগও দেন না নিক। এটা আসলে খুবই বিরক্তিকর। কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরে, ও জোর করে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমি বলি যে দাঁড়াও একটু মাশকারা আর ক্রিম লাগিয়ে নিতে দাও। এখন আমার চোখ মুখ আধা ঘুমন্ত অবস্থায়। কিন্তু সে দেয় না।

বিরক্ত বোধ করলেও নিকের এই খুনসুটি পছন্দ করেন প্রিয়াংকা। তিনি বলেন, বিষয়টা খুব মিষ্টি। স্বামীর থেকে এটাই তো সকলে চায়। কিন্তু এটা একটু অদ্ভুতও। আমায় তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে দাও। তুমি তো এখনো ঘুম থেকেই ঠিকভাবে ওঠোনি।

Bootstrap Image Preview