Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘কক্সবাজার বিমানবন্দরে দিবারাত্রি ফ্লাইট চালু ২ মাসের মধ্যেই’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ১০:২৩ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০, ১০:২৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আগামী দুই মাসের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরে ২৪ ঘণ্টা প্লেন ওঠানামা করতে পারবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত বর্ধিত ডমেস্টিক ডিপারচার লাউঞ্জ উদ্বোধন শেষে মন্ত্রী একথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘কক্সবাজার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক স্বপ্ন। প্রধানমন্ত্রী চান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারসহ প্রত্যেক বিমানবন্দরে রাত-দিন ২৪ ঘণ্টা প্লেন ওঠানামার উদ্যোগ নেওয়া হচ্ছে। সে লক্ষ্য বাস্তবায়নে প্রথমেই কক্সবাজার বিমানবন্দরের কাজ শুরু করা হয়েছে, যা আগামী দুই মাসের মধ্যে শেষ করা সম্ভব।’

Bootstrap Image Preview