Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আক্রমণ মূলত রাষ্ট্রের উপর আক্রমণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২০, ০৫:১৭ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০, ০৫:১৭ PM

bdmorning Image Preview


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর আঘাত করে মূলত বাংলাদেশ নামক রাষ্ট্রের উপর আঘাত করা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিকরা। বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্র ও মৌলবাদ বিরোধী সাংবাদিক সমাজ আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা এসব কথা বলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর আক্রমণ মূলত রাষ্ট্রের উপর আক্রমণ। এটা কোনো সরকারি কার্যক্রম না কিংবা এটা কোনো দলীয় কার্যক্রম না, বাংলাদেশের প্রতিষ্ঠাতার উপর আক্রমণ করা হয়েছে। দেশের অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক চরিত্রে আঘাত করা হয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, দেশে নানা রকমের ভাস্কর্য আছে। কিন্তু হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে কেনো টার্গেট করা হলো সেটা আমাদের খুঁজে বের করতে হবে। নিজেদের ধর্মীয় পণ্ডিত দাবি করা হুজুররা বিভিন্ন ফতোয়া দিচ্ছেন। কিন্তু বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্র ফতোয়া দ্বারা পরিচালিত হবে কিনা সেটাও বোধহয় জানবার প্রয়োজন আছে।এসময় আরো উপস্থিতি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, কাজী রফিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

Bootstrap Image Preview