বরিশালের উজিরপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর ঝর্না রানী মল্লিক (৪৮) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার বেলা ১২টার দিকে বাড়ির পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শঙ্কর মল্লিক নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঝর্না রানীর স্বজনরা জানান, প্রায় ১৫ বছর আগে ঝর্না রানীর স্বামী বিশ্বনাথ মল্লিক মারা যান। এর পর থেকে প্রতিবেশী শঙ্কর মল্লিকের সঙ্গে কয়েক শতাংশ জমি নিয়ে তার বিরোধ দেখা দেয়। এ নিয়ে ঝর্না রানীর সঙ্গে শঙ্করের বেশ কয়েকবার ঝগড়া হয়েছে।তারা আরও বলেন, গত সোমবার রাতে বাড়ি থেকে বের হন ঝর্না রানী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে বাড়ির পুকুর পাড়ে একটি জাম গাছের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, খবর পেয়ে বেলা ১২টার দিকে ঝর্না রানীর মরদেহ উদ্ধার করা হয়। তার পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঝর্না রানীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে শঙ্কর মল্লিক নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ২৪ ঘণ্টা বা তার আগে ওই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ ও ধরন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।