Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অজ্ঞাত এক ব্যক্তির ভয়ঙ্কর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ০২:১৬ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০২০, ০২:১৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ কার মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে সেটা কেউ জানেনা। তবে সকল প্রাণীই স্বাভাবিক মৃত্যু আশা করেন। কিন্তু উপরওয়ালা যার কপালে যেভাবে লিখে রেখেছেন সেভাবেই মৃত্যু হবে।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোরে রাজশাহীর মান্দা উপজেলার চেয়ারম্যানের মোড় থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনায় এই ব্যক্তি নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, আজ ভোরে চেয়ারম্যানের মোড় এলাকায় নওগাঁ -রাজশাহী মহাসড়কের ওপর ভোরে একটি মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। রাস্তার ওপর পড়ে থাকা মরদেহের ওপর দিয়ে যানবাহন চলাচল করায় তা ক্ষতবিক্ষত হয়ে বিকৃত হয়ে গেছে। তার নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview