Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হোটেলে চলছে শাকিব-মাহির ‘রোমান্স’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ০৫:১৪ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০২০, ০৫:১৪ PM

bdmorning Image Preview


পরিচালক অনন্য মামুন সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং শেষ করেছেন। তবে সিনেমাটিতে বেঁধেছে জটিলতাও। মূলত সিনেমার দুটি গানের শুটিং নিয়েই এই জটিলতা বেঁধেছিল। পরিচালক গানের শুটিংয়ের জন্য একাধিকবার শিডিউল নিয়েও মালদ্বীপে শুট করতে পারেননি। আর তা নিয়ে একাধিক গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমাটির অভিনয়শিল্পীরা।

ঢাকাই সিনেমার এই দুই সুপারস্টারকে নিয়ে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) থেকে শুটিং শুরু করেছেন পরিচালক অনন্য মামুন।তিনি বলেন, ‘বিলিভ মি আমি তোর হতে চাই’ শিরোনামের রোমান্টিক এ গানটির কথা লিখেছেন তিনি নিজেই। এর সুর ও সংগীত করেছেন মৈনাক। এতে জনপ্রিয় গায়ক ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কোনাল।গানটির কোরিওগ্রাফার হিসেবে আছেন নৃত্য পরিচালক হাবিব।এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। সেটি শাকিব ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পুরো ছবিটি দেখা যাবে আসছে বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।

‘নবাব এলএলবি’ সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ ছবিতে শাকিব-মাহির সঙ্গে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, এল আর খান সীমান্ত, আনোয়ারসহ আরও অনেকে।

Bootstrap Image Preview