Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘চরিত্রহীন’ অপবাদ নিয়ে গৃহবধূর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ০৬:২২ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০২০, ০৬:২২ PM

bdmorning Image Preview


ঝালকাঠিতে ‘চরিত্রহীন’ অপবাদ দিয়ে মারধর করায় মুন্নি আক্তার (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে ঘটনার পর থেকে তার স্বামী পলাতক।মুন্নি রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের শাহ জামাল হাওলাদারের তৃতীয় স্ত্রী ও হাজীরহাট এলাকার মো. মঞ্জুরুল হকের মেয়ে। তার একটি ছেলেসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাহ জামাল হাওলাদারের পাঁচ স্ত্রীর মধ্যে মুন্নি তৃতীয়। ভবঘুরে শাহজামাল কোনো কাজ না করায় ছেলেকে স্বামীর কাছে রেখে মুন্নি ঢাকায় ঝিয়ের কাজ করতেন। গত সোমবার ছেলেকে দেখতে স্বামীর বাড়ি এলে স্বামী ও ছোট সতিনের সঙ্গে তার ঝগড়া হয়। পরে ছোট সতিন রাগ করে বাবার বাড়ি চলে যায়। এ ঘটনায় শাহজামাল ক্ষিপ্ত হয়ে মুন্নি খারাপ কাজ করে অপবাদ দিয়ে ঢাকায় যেতে নিষেধ করেন। এ নিয়ে মঙ্গলবার শাহজামাল তাকে মারধর করে। বুধবার ঢাকায় রওনা দিলে স্বামীর সঙ্গে আবারও বাগবিতণ্ডার একপর্যায়ে মুন্নিকে ফের মারধর করে। পরে মুন্নিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরে দুপুরে মুন্নির মামা বাদী হয়ে শাহজামালের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকে সে পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

 

Bootstrap Image Preview