Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, আগষ্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৫ দিন না খেয়ে সাগরে ভাসলো ১৯ জেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১২:২৬ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০২০, ১২:২৬ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ ইঞ্জিন বিকল হয়ে ২৫ দিন খাদ্য,পানি ছাড়াই সাগরের ঢেউয়ে ভেসে বেড়ানোর পর অবশেষে ভারতীয় কোষ্টগার্ডের সহায়তায় জীবন নিয়ে দেশে ফিরলো ১৯ বাংলাদেশী জেলে। বেঁচে থাকার এই লড়াইয়ের কষ্ট শুধু তারাই বুঝবেন।

জানা যায়, গত ২৫ দিন আগে মাছ আহরণের জন্য এফভি রানা নামের ফিশিং ট্রলার কক্সবাজার থেকে গিয়েছিল বঙ্গোপসাগরে মাছ ধরতে। কিন্ত ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সাগরে হারিয়ে গিয়েছিল দেশীয় ফিসিং ট্রলারসহ ১৯ জেলে। ২৫দিন গভীর সমুদ্রে ভাসমান জেলেদের উদ্ধার করার পর বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে তাদের মোংলা কোস্টগার্ড স্টেশনে আনা হয়। পরে ট্রলার মালিকের কাছে জেলেদের হস্তান্তর করে মোংলা কোষ্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড ও জেলেরা জানান, গত ১৫ নভেম্বর চট্রগ্রাম থেকে একটি ফিশিং ট্রলারে করে ১৯ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। সমুদ্রে মৎস্য আহরনের প্রস্তুতিকালে হঠাৎ ট্রলারের ইঞ্জিনের হুইল ভেঙ্গে সাগরে গতিহীন হয়ে পড়েন তারা। গভীর সমুদ্রে আজানার উদ্দেশ্যে ভাসতে থাকেন তারা। ভাসতে ভাসতে ভারতীয় জল সিমানায় ঢুকে পড়েন। কোন উপায় না পেয়ে ভারতের অনেকের কাছে সাহয্যও চাওয়া হয়েছিল। কিন্তু কেউ সাহায্যে এগিয়ে না আসলেও ভারতের কোষ্টগার্ড ট্রলারসহ জেলেদের উদ্ধার করে। পরে গত ৮ ডিসেম্বর বন্ধু রাষ্ট্র হিসেবে জেলেদের সন্ধানে দেশীয় জলসীমায় টহলরত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ সোনার বাংলার অধিনায়কের কাছে তারা ট্রলারসহ জেলেদের হস্তান্তর করে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে মোংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর ভারতীয় সীমানায় চলে যাওয়া ট্রলার ও ১৯ জেলেকে কক্সবাজারের জেলে মহাজনদের কাছে বুঝিয়ে দেন বাংলাদেশ কোষ্টগার্ডের সোনার বাংলা জাহাজের অধিনায়ক কমান্ডার নিজাম উদ্দিন সরদার।

এ সময় তিনি বলেন, গভীর সমুদ্রে মাছ আহরণের জন্য যাওয়া জেলেরা ভাসমান অবস্থায় তাদের রসদ ফুরিয়ে যায় এবং তারা দিক্বিদিক হারিয়ে ফেলেন। গভীর সমুদ্রে ৫দিন না খেয়ে চরম দূরাবস্থার মধ্যে পড়েছিলেন তারা। ভারতীয় কোষ্টগার্ডের সামনে পড়া এসকল জেলেদের উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আজ জেলেদের বাড়ী যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে তাদের মহাজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

Bootstrap Image Preview