বিডিমর্নিং ডেস্কঃ ‘দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রস্তাব আসছে। তা জেনে-শুনে, যাচাই-বাছাই করে মনোনয়ন দিতে হবে। যারা আগে বিদ্রোহ করেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করছেন, তাদের মনোনয়ন দেওয়ার প্রশ্নই আসে না। তারা বিজয়ী হন অথবা পরাজিত হন, তাদের অবশ্যই মনোনয়ন দেওয়া হবে না। এ বিষয়টি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই।’
শুক্রবার (১১ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং দেশের প্রতিটি বিভাগীয় সদর দফতরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কাদের এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পেছনে থেকে এমপি, মন্ত্রী, জেলা পর্যায়ের বা কেন্দ্রীয় কোনও নেতা যদি বিদ্রোহী প্রার্থীদের মদত দিয়ে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধেও দল ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে। এ বিষয়টি পরিষ্কার করে বলে দিতে চাই।’
উপ-কমিটির সদস্য ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তিনটির মতো উপ-কমিটি ঘোষণা করেছি। বাকিগুলোর বিষয়ে আমি সম্পাদকদের বলবো। আপনারা আপনাদের উপ-কমিটি সদস্যদের নাম ঘোষণা করুন। অবিলম্বে আপনাদের তালিকা জমা দিন। কেউ যদি ঘোষিত কমিটিসমূহের ব্যাপারে সংক্ষুব্ধ হন, অথবা কারও কোনও অভিযোগ থাকলে তা আমাদের পার্টির সভাপতির কার্যালয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে এই অভিযোগগুলো শোনা হবে। নিষ্পত্তি করা হবে। এ ব্যাপারে নেত্রী পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।’