আফগানিস্তানের পূর্বাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক নারী সাংবাদিকসহ নিহত হয়েছেন ২ জন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা বেজে দশ মিনিটে আফগানিস্তানের পূর্ব নাঙ্গারহার রাজ্যের রাজধানী জালালাবাদ শহরের রাস্তায় এ ঘটনা ঘটে।
রাজ্যের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, অজ্ঞাত এক বন্দুকধারীরা গুলি করে হত্যা করে টেলিভিশন ও রেডিও উপস্থাপিকা মালালাই মাইওয়ান্ড ও তাঁর গাড়ির চালককে ৷ কাজে যাবার জন্য বাসা থেকে বের হবার অল্প সময়ের মধ্যেই বন্দুকধারীরা তাঁর গাড়িকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ৷ সেখানেই প্রাণ হারান মাইওয়ান্ড ও তাঁর গাড়ির চালক।
মাইওয়ান্ড এনিকাস রেডিও ও টেলিভিশন চ্যানেলের জন্য চার বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন উপস্থাপক হিসেবে৷ সাংবাদিকতা ছাড়াও, তাঁর কাজ ছড়িয়ে ছিল বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক উদ্যোগের সাথেও৷