Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপি প্রার্থীর প্রচারণা মাইক ভাঙচুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ০২:৫৪ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০২০, ০২:৫৪ PM

bdmorning Image Preview


পঞ্চগড় পৌরসভা নির্বাচনে প্রচারণার ধানের শীষের মাইক বন্ধ করে মাইক ও রিকশা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় রিকশাচালক নয়নকে মারপিট ও মোবাইল মেমোরি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. তৌহিদুল ইসলাম। 

এ ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. তৌহিদুল ইসলাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীরের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। তবে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর বিএনপির মেয়র প্রার্থী মো. তৌহিদুল ইসলামের পক্ষে প্রচারণা করা হচ্ছিল। এ সময় মিলন ইসলাম সাগর ও তুষার নামে দুই যুবক প্রচারণা বন্ধ করে দিয়ে মাইক ও রিকশা ভাঙচুর করে। এসময় তারা রিকশাচালক নয়নকে মারপিট করে তার মোবাইল ফোনের মেমোরি কার্ড ছিনিয়ে নেয়।মেয়র প্রার্থী মো. তৌহিদুল ইসলাম বলেন, প্রথমদিনেই আমার প্রচারণার মাইক ও রিকশা ভাঙচুর করেছে। আমি রিটার্নিং অফিসারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। গত কয়েকদিন আগে ফেসবুকেও হুমকি দেওয়া হয়েছে।রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। প্রথম অভিযোগ হিসেবে আমি প্রার্থীদের সতর্ক করে দিয়েছি। আবার এমন ঘটনা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview