Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রের বিরুদ্ধাচরণ জাতি মেনে নেবে না: আইজিপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১১:৩৬ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০২০, ১১:৩৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


রাষ্ট্র, দেশ ও জনগণের ওপর যেকোনো হামলা কঠোরভাবে মোকাবেলা করা হবে। এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার দুঃসাহস দেখাবেন না, জাতি এটা মেনে নেবে না, বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদের আয়োজিত সমাবেশে এসব কথা বলেন পুলিশ প্রধান।

মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, দেশের সংবিধানের অংশ। তাই বঙ্গবন্ধুকে অবমাননা করলে তাদেরও কঠোর হস্তে দমন করা হবে।’

তিনি আরও বলেন, ‘ধর্মকে পুঁজি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টাকারীদের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কর্মকর্তারা পিছপা হবেন না।’

পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘আমাদের দেশের মানুষের কিন্তু আলেমদের, ইমামদের প্রতি অনেক আস্থা ও অনেক শ্রদ্ধা রয়েছে। রুহানি আলেমরা কখনোই তরবারি প্রয়োগের মাধ্যমে ইসলাম প্রচার করেন না। তারা ভালোবাসার মাধ্যমে আল্লাহ তায়ালার পবিত্র বাণী প্রচার করেছেন, হাজার হাজার মানুষকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। কিন্তু কিছু হলে ঢাকা শহরে জঙ্গি মিছিল দেখা যায়। বিশ্বের অন্যান্য ইসলামি দেশে এ ধরনের জঙ্গি মিছিল করতে দেখা যায় না। কথায় কথায় আমাদের দেশে জঙ্গি মিছিল কেন দিচ্ছেন, কোন অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চান আপনারা?’

বেনজীর আহমেদ বলেন, ‘ধর্ম বিশ্বাসকে যারা ব্ল্যাকমেইল করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’

Bootstrap Image Preview