Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাওনা টাকা না পাওয়ায় ভাবীর বিরুদ্ধে মামলা করে বিপাকে দেবর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯ AM

bdmorning Image Preview
ছবি: প্রতিকি


সিলেটের বিশ্বনাথে পাওনা ৬ লাখ টাকা না পাওয়ায় ভাবীর বিরুদ্ধে কোর্টে চেক ডিজঅনার মামলা করে বিপাকে পড়েছেন দেবর আলকাছ আলী (৪২)।

ভাবি ফাতেমা খানম (৪৫) একই গ্রামের মামাতো ভাই লন্ডন প্রবাসী মজমিল আলীর দ্বিতীয় স্ত্রী।

২০২১ সালের ৭ জানুয়ারি ওই মামলার রায়ের তারিখ। কিন্তু এর আগেই আলকাছ আলী, তার ছোট ভাই ফুলকাছ আলী (৩৮) ও তাদের পরিবারের বিরুদ্ধে বিভিন্ন সময় ও তারিখে সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ফাতেমা খানম। এতে বিপাকে পড়েছে ওই পরিবার।

১০ ডিসেম্বর স্থানীয় একটি পত্রিকায়ও তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ ছাপানো হয়। এতে আলকাছ আলী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এমন বিবরণ দিয়ে ১০ ডিসেম্বর বিকালে আলকাছ আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এ ব্যাপারে মোবাইল ফোনে ফাতেমা খানমের কাছে জানতে চাইলে তিনি জানান, 'এখন ব্যস্ত আছেন, পরে কথা বলবেন' বলে ফোন রেখে দেন। তবে কতক্ষণ পরে কথা বলবেন জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

Bootstrap Image Preview