Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্ষণ ও চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ০৯:৫১ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০, ০৯:৫১ PM

bdmorning Image Preview


সাভারে ১৫ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম।

সাভার মডেল থানা পুলিশ জানায়, সাভারের চাঁপাইন এলাকায় লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের ২০ শতাংশ জমি রয়েছে। জমিতে টিনসেড বাড়ি রয়েছে তাদের। পরে জমি সংক্রান্ত বিরোধের জেরে লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন আব্দুল মান্নান। ভুক্তভোগীরা পর সাভার মডেল থানায় আব্দুল মান্নানকে আসামি করে চাঁদাবাজির মামলা করলে পুলিশ দুপুরে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় দুপুরেই পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, ভাংচুরসহ তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, চাঁদা চাওয়ার অভিযোগে তাকের গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview