Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেন লাখ টাকা জরিমানা করা হলো এয়ার এশিয়াকে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১১:১৬ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০, ১১:১৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ফ্লাইটে করোনা রোগি বহন করায় ১ লাখ টাকা জরিমানা গুণতে হলো এয়ার এশিয়াকে।

শনিবার মধ্যরাতে কুয়ালালামপুর থেকে ৯৮ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে এয়ার এশিয়ার একটি ফ্লাইট। যাত্রীরা সবাই করোনা পরীক্ষা করিয়ে সনদ নিয়েই ফ্লাইটে উঠেছিলেন। কিন্তু তাদের মধ্যে একজন যাত্রী করোনা পজিটিভ ছিলেন! হাতে থাকা সার্টিফিকেটেই সুস্পষ্টভাবে ওই যাত্রীকে করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

কুয়ালালামপুরে তাঁকে বোর্ডিং করানোর সময় কেউ বিষয়টি লক্ষ করেনি। ফলে করোনা আক্রান্ত ‌ওই যাত্রী সাড়ে ৩ ঘণ্টা ধরে অন্য যাত্রীদের সঙ্গে আকাশযাত্রা করে ঢাকা এসে পৌঁছান। কুয়ালালামপুরের ভুল হলেও ঢাকায় হেলথ ডেস্কের কর্মীরা কোভিড-১৯ পজিটিভ যাত্রীকে চিনতে ভুল করেননি। ওই যাত্রীকে হাসপাতালে পাঠান তাঁরা। এজন্য এয়ার এশিয়াকে জরিমানা হিসেবে গুণতে হয়েছে এক লাখ টাকা।

Bootstrap Image Preview