Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে মধুচন্দ্রিমায় সানা খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:০৭ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:০৭ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


স্বামীকে নিয়ে কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়েছেন অভিনেত্রী সানা খান।

সানা জানান, প্রচণ্ড বরফ পড়ছে চারপাশে, যা দেখে তিনি খুশিতে পাগল হয়ে যাচ্ছেন।

ইনস্টাগ্রামে ভক্তদের প্রশংসা পাচ্ছে সেসব ছবি। সানা খানের পাশাপাশি মাওলানা আনাসও ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কাশ্মীরের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে আনাসও বলেন, ‘সৃষ্টিকর্তার কী অপূর্ব সৃষ্টি।’

এর আগে গত ২০ নভেম্বর সুরাটে এক ঘরোয়া আয়োজনে মাওলানা আনাসকে বিয়ে করেন সানা। সম্প্রতি বিনোদন জগৎ থেকে বিদায় নেন সানা খান। বলিউড থেকে বিদায় নিচ্ছেন বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানিয়ে দেন সানা। সেই সঙ্গে নিজের সমস্ত অ্যাকাউন্ট থেকে আগের ছবি ডিলিট করে দেন সানা খান।

এক সময় হিন্দি, তামিল, তেলেগু ও কান্নাড়াসহ একাধিক ভাষায় নির্মিত ছবিতে অভিনয় করেন এ অভিনেত্রী।

Bootstrap Image Preview