Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাদ থেকে পড়ে ‘জিনের বাদশার’ মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ০২:১২ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০, ০২:১২ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ ছাদ থেকে পা পিছলে পড়ে ভোলার বোরহানউদ্দিনের আলোচিত 'জিনের বাদশা' আজাদ হাওলাদারের মৃত্যু হয়েছে। মূলত ‘জিনের বাদশা’র গডফাদার হিসেবে পরিচিত তিনি। সোমবার (১৪ ডিসেম্বর) ভোলার কুঞ্জেরহাটে নিজ ব্যবসা কেন্দ্রের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানান, আজাদ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের বজলু হাওলাদার সুপার মার্কেটের মালিক ছিলেন। ওই ভবনের নিচতলায় দোকানপাট, দ্বিতীয়তলায় ব্যাংক, তৃতীয়তলায় ছিল তার ঘর। সকালে ওই ভবনের ছাদের কার্নিশে পা রাখতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। আহত অবস্থায় ভোলা হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

আজাদ হাওলাদার দেশব্যাপী জিনের বাদশা সেজে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। মৃত্যুর পর তার দীর্ঘ দিনের নানা অপকর্মের কাহিনী নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

স্থানীয়দের অভিযোগ, গত ২০ বছর ধরে আজাদ জিনের বাদশা সেজে প্রতারক চক্র গড়ে তোলে। তার ওই বাহিনীর তিন হাজার সদস্য রয়েছে। পুলিশ ও ডিবি পুলিশের হাতে ১৫ বার আটক হন আজাদ হাওলাদার। ৪ মাস আগেও তিনি ইয়াবা চালানসহ গ্রেপ্তার হয়েছিলেন।

মাজহারুল আমিন জানান, দুই মাস আগে তার বাড়ির ছাদ থেকে একটি লাশ পাওয়া যায়। ওই সময় আজাদ ও তার স্ত্রীকে পুলিশ আটক করেছিল। এছাড়া মাদকসহ জিনের প্রতারণার বেশ কয়েকটি মামলায় তিনি গ্রেপ্তার ও জেল খাটেন। তার ওই চক্র মোবাইলফোন থেকে কল করে সাধারণ মানুষকে জিনের কণ্ঠ ধারণ করে রোগ থেকে নিরাময়, সম্পদ অর্জনসহ বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ আছে।

Bootstrap Image Preview