Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ছেলের সুন্নত কাজ করার জন্য ফাঁসি হলে আমি খুশি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ০২:১৪ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০, ০২:১৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ প্রাক্তন স্ত্রীকে না জানিয়ে একমাত্র ছেলের খতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। গত শনিবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন তার সাবেক স্ত্রী মারিয়া মিম। যার নম্বর ৮১৮।

এ প্রসঙ্গে সিদ্দিক বলেন, আমার কোনো ভাবনা নেই, চিন্তাও নেই। আমি একটা সুন্নত কাজ সারছি। যদি এর জন্য জেল-ফাঁসি হয় দেশে তাহলে তো মেনে নিতে হবে, উপায় নাই। বাবা হিসেবে সন্তানের একটা সুন্নত কাজ সারছি, সেটার জন্য যদি ফাঁসি হয় তাহলে তো আমি খুশি। কারণ আমি আইনকে শ্রদ্ধা করি। আমি যদি আবার বিয়ে করি তাহলেও তো মনে হয় তাতেও বাধা দেওয়া হবে।

বাবা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি উল্লেখ করে অভিনেতা সিদ্দিক আরও বলেন, ওর মাকে বারবার বলার পরও কাজটি করে নাই। আমার বাচ্চার বয়স ৮ বছর হয়ে গেছে। এখনই সুন্নত কাজ না সারলে আল্লাহ নারাজ হবেন। তাই বাবা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি।

Bootstrap Image Preview