Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্বশুরের জন্য ফাইনাল না খেলেই দেশ ছাড়ছেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ০২:৩৭ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০, ০২:৩৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটের মাঠে ফিরেছিলেন সাকিব আল হাসান। তার দল জেমকন খুলনা এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। তবে শ্বশুরের অসুস্থতার কারণে ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন তিনি।

জেমকন খুলনার টিম ম্যানেজার নাফীস ইকবাল জানিয়েছেন আজ (১৫ ডিসেম্বর) সাকিবের ফ্লাইট। তিনি বলেন, ‘সাকিবের শ্বশুর অসুস্থ ছিলেন। কাল জানতে পেরেছেন তিনি গুরুতর অসুস্থ। তাই কালই হোটেল ত্যাগ করেছেন। আজ তার ফ্লাইট। অবশ্য পরিবারের প্রাধান্য সবার আগে। আমরা জেমকন খুলনার পক্ষ থেকে তার শ্বশুরের সুস্থতা কামনা করছি।’

২০১২ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিয়ে হয় সাকিবের। তার বাবার নাম মমতাজ উদ্দিন আহমেদ নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন। এক সময় ব্যাংকার হিসেবে কাজ করছিলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে অবস্থান করছে শিশিরের পরিবার। সেখানেই রয়েছে সাকিব-শিশিরের দুই সন্তান আলায়না ও ইরাম।

Bootstrap Image Preview