জুয়ায় হেরে গেলে বন্ধুরা তার স্ত্রীকে গণধর্ষণ করবে এমন বাজিতে হেরে গেলেন ভারতের বিহারের ভাগলপুর জেলার এক বাসিন্দা।
শর্ত অনুযায়ী, বন্ধুদের হাতে তুলে দিতে চাইলে বেঁকে বসেন ৩০ বছর বয়সী স্ত্রী। আর তাই অবাধ্যতার শাস্তিস্বরূপ স্ত্রীর গায়ে অ্যাসিড ঢেলে দেন ওই ব্যক্তি।
ভাগলপুরের মোজাহিপুর থানার পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার ঝা গণমাধ্যমকে জানান, গত রবিবার সন্ধ্যায় অভিযুক্ত সোনু হরিজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার সংবেদনশীলতার কথা মাথায় রেখে আমরা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছি। ঘটনার তদন্ত চলছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে।
পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সোনু জানান, এক মাস আগে তিনি জুয়ার আসরে বন্ধুদের কাছে বাজিতে হেরেছিলেন। ‘প্রতিশ্রুতি’ অনুযায়ী একমাসের জন্য নিজের স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দেয়ার কথা ছিল। কিন্তু স্ত্রী যেতে রাজি হননি।
এসিড মারার পর শাশুড়ি ঘরেই তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। শ্বশুরবাড়ির সকলের দৃষ্টি এড়িয়ে রবিবার লোদিপুরে বাপের বাড়িতে আসার পরেই ঘটনার জানাজানি হয়।
এই ঘটনার পর ভুক্তভোগীর মা-বাবা মেয়েকে নিয়ে লোদিপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাদেরকে মোজাহিপুর থানায় পাঠিয়ে দেয়া হয়। সেখানেই মামলা দায়ের করেন ওই স্ত্রী। এই মামলার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সোনুকে গ্রেফতার করেছে।