Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একই আসরে মা-মেয়ের বিয়ে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ০৪:৫৬ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০, ০৪:৫৬ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে একই আসরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মা ও মেয়ে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে এক গণবিবাহের আয়োজনে এ বিয়ে হয়।

জানা যায়, বেলি দেবী নামের এক নারী তার দেবর জগদীশকে বিয়ে করেছেন। যেখানে শুধু মেয়ে ইন্দুর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু একই মঞ্চে তার মা ও কাকার বিয়ে সেরে ফেলবেন বলে ঠিক করেন।

৫৩ বছর বয়সী বেলির দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। ২৫ বছর আগে তার স্বামী মারা যান। তারপর থেকে সন্তানদের মানুষ করেন তিনি।

অপরদিকে ৫৫ বছরের জগদীশ এতোদিন বিয়ে করেননি। দু’জনের মধ্যে যে অনেক আগে থেকে সম্পর্ক ছিল তাও নয়। তবে গত কয়েক বছরে পরিস্থিতি বদলায়। বউদিকে বিয়ে করবেন বলে ঠিক করেন জগদীশ। প্রথমে চার সন্তানের মা রাজি হননি। কিন্তু এরপর তিনিও জগদীশের প্রস্তাবে সায় দেন। ঠিক হয় একই দিনে, একই মঞ্চে মা ও মেয়ের বিয়ে হবে।

গণবিবাহের অনুষ্ঠানে জেলা প্রশাসক, এসপি থেকে শুরু করে একাধিক প্রশাসনিক কর্তা উপস্থিত ছিলেন। তবে মা ও মেয়ের বিয়ে নিয়েই যেন সবার মধ্যে আলাদা উৎসাহ ছিল।

Bootstrap Image Preview