Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবণ নিয়ে মন্তব্য করে মামলা খেলেন সাইফ আলি খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ১০:১০ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ১০:১০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ফের আইনি জটিলতায় ফেঁসে গেলেন অভিনেতা সাইফ আলি খান। রাবণ অনেক বেশি ‘মানবিক’ এমন মন্তব্যে এ বার জৌনপুরের এক উকিল মামলা দায়ের করেন এই অভিনেতার বিরুদ্ধে। বলিউড প্রযোজক ভূষণ কুমারের ‘আদিপুরুষ’ সিনেমার চরিত্রের প্রেক্ষিতে রাবণ সম্পর্কে মন্তব্য করেন সাইফ।

‘আদিপুরুষ’-এর পরিচালক হলেন ওম রাউত। এই ছবির প্রেক্ষাপট হলো রামায়ণের কাহিনী। রামের ভূমিকায় দেখা যাবে দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রভাসকে, রাবণের চরিত্রে সাইফ আলি খান এবং সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে।

আদিপুরুষ নিয়ে কথা বলার সময় সইফ বলেন, ‘এই ছবিটি রামায়ণের কাহিনীর প্রেক্ষাপটে তৈরি হলেও রাবণের চরিত্রটিকে আলাদা মেজাজে দেখানো হবে। এখানে রাবণ অনেক বেশি ‘মানবিক’। তার এই মন্তব্যের পর নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়। নেটাগরিকদের একাংশের দাবি, রামের সীতাহরণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ক্ষোভ উগড়ে দিয়ে অনেকেই পালটা তার ধর্ম নিয়ে কটুক্তি করেন।’

অভিনেতা আরও বলেছিলেন, ‘এই ছবিটা বিনোদনের অংশ, তাই এর মধ্যে দর্শককে আকর্ষিত করার বিষয়গুলিও রয়েছে। আমরা চেষ্টা করছি ছবিটাকে মজাদার এবং সেই সঙ্গে গ্রহণযোগ্য করে তুলতে। রামের ভাই লক্ষণ সুর্পনকার নাক কাটতেই সীতাকে রাবণ তুলে নিয়ে গিয়েছিলো, এই প্রতিশোধের ন্যায্যতা বিচার করার জন্যই আমরা ছবিটার আবেদনকে একেবারে ভিন্ন ভাবে সাজিয়েছি।’

কিন্তু অভিনেতার এই মন্তব্যকে সামনে রেখে অনেকেই বলেন, ‘এটা বিনোদন নয়, এটা হিন্দু ধর্মকে আঘাত করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠার পর ক্ষমা চায় সাইফ।’

কিন্তু শেষমেশ তার বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করলেন জৌনপুরের এক আইনজীবী। মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (এসিজেএম) কাছে রয়েছে। সাইফের এই মন্তব্যের চরম সিদ্ধান্ত জানা যাবে ২৩ ডিসেম্বর।

Bootstrap Image Preview