Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ১০:৫৭ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ১০:৫৭ PM

bdmorning Image Preview
ছবি: প্রতিকি


রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় গাজীপুর পরিবহনের হেলপার জাহাঙ্গীর আলম (৩৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসের দরজায় দাঁড়িয়ে ছিল হেলপার জাহাঙ্গীর। এমন সময় কাভার্ডভ্যান ধাক্কা দিলে তিনি আহত হন।

নিহত জাহাঙ্গীর সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারপাড়া গ্রামের জাফর আলীর ছেলে। তিনি গাজীপুর জেলার জয়দেবপুরে স্ত্রী ও এক সন্তান নিয়ে থাকতেন।

Bootstrap Image Preview