Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের মার্শাল দ্বীপপুঞ্জে ৮ কোটি ডলারের কোকেনসহ জাহাজ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:০২ AM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:০২ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


মার্শাল দ্বীপপুঞ্জের প্রবাল প্রাচীরে একটি পরিত্যক্ত জাহাজ থেকে ৮ কোটি ডলার সমমূল্যের ৬৪৯ কেজি কোকেনসহ জাহাজ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লাতিন আমেরিকা থেকে জাহাজটি প্রশান্ত মহাসাগরে কয়েক মাস ধরে ভাসছিলো বলে ধারণা করছে পুলিশ।

প্রশান্ত মহাসাগরের দ্বীপে মাঝে মধ্যেই মাদক ভেসে আসার রেকর্ড রয়েছে। তবে মার্শাল দ্বীপপুঞ্জ পুলিশের এটিই সবচেয়ে বড় মাদক জব্দের ঘটনা।

পুলিশ জানায়, কোকেনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ প্রশাসন (ডিইএ) এর কাছে দুটি প্যাকেট পাঠানো হয়েছে।

আইলুক প্রবাল প্রাচীরের একজন অধিবাসী ৫.৫ মিটার দৈর্ঘের এই জাহাজটি খুঁজে পায়। জাহাজটি খুবই ভারি হওয়ায় স্থানীয়রা এটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর আরও ভালো করে দেখার পর তারা জাহাজের ভেতরে একটি গোপন কুঠুরিতে কোকেনের প্যাকেটগুলো খুঁজে পায়।

মার্শাল দ্বীপপুঞ্জের অ্যাটর্নি জেনারেল রিচার্ড হিকসন বলেন, জাহাজটি সম্ভবত এক বছরেরও বেশি সময় ধরে সাগরে ভাসছিলো। এটি মধ্য অথবা দক্ষিণ আমেরিকা থেকেই এসেছে বলে ধারনা করা হচ্ছে।

Bootstrap Image Preview