Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতীয় পতাকার অবমাননা, ৯ শিক্ষকের বিরুদ্ধে মামলা করলেন ছাত্রলীগ নেতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:৩৬ AM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:৩৭ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকার অবমাননার সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তাদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

এ ঘটনায় বেরোবি ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমানকে প্রধানসহ  ৯ শিক্ষককে আসামি করে নগরীর তাজহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।

তাজহাট থানার ওসি আখতারুজ্জামান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে।

এর আগে বিকেলে পতাকার অবমাননার সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তাদের গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সমাবেশ করে সাধারণ শিক্ষার্থী ও মহানগর ছাত্রলীগ।

Bootstrap Image Preview