Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক সন্তানের মায়ের অভিযোগ ‘প্রেমিক ধর্ষণ করতে চায়’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১২:১৯ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০, ১২:১৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ মোবাইলে প্রেমের পর বন্ধুর বাড়িতে নিয়ে ‘প্রেমিক ধর্ষণ করতে চায়’ মর্মে থানায় লিখিত অভিযোগ করেছেন এক তরুণী। গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুরের এক তরুণী পার্শ্ববর্তী গ্রাম পাইকপাড়ার জাহাঙ্গীর শেখের ছেলে সাগর শেখের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

ওই তরুণী বলেন, মোবাইলের মাধ্যমে আমার সঙ্গে সাগর শেখের ২ বছরের প্রেমের সম্পর্ক। আমি বিবাহিত ছিলাম, আমার একটি সন্তান আছে। আমাকে বিয়ে করবে বলে ফুসলিয়ে সাগর আমার আগের সংসার ভেঙে দেয়। আমি চাকরি করতাম, তার কথায় আমি চাকরি ছেড়ে দিয়েছি।

তিনি আরো বলেন, ৯ ডিসেম্বর বুধবার সে ভ্রমণের কথা বলে আমাকে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সেখানে সে বিল্ডিংয়ের দরজা বন্ধ করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। আমি রাজি হইনি বলে সে আমাকে ভয় দেখায়। আমি যদি তার কথামতো শারীরিক সম্পর্ক না করি তাহলে আমার অশ্লীল ছবি বানিয়ে সে ফেসবুকে ছাড়বে বলে হুমকি দিয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান।

Bootstrap Image Preview