Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামকে ১৫৬ রানের টার্গেট দিলো খুলনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:১৪ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:১৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে জেমকন খুলনা।

শুক্রবার বিকেলে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

শুরুটা মোটেও ভালো হয়নি খুলনার। ব্যাট করতে নেমে নাহিদুল ইসলামের করা প্রথম ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে বিদায় নেন জহুরুল ইসলাম অমি। দ্বিতীয় উইকেটে নামা ইমরুল কায়েসও এদিন ব্যর্থ। মাত্র ৮ রানে নাহিদের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

আরিফুল হককে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার জাকির হাসান। কিন্তু তারাও সুবিধা করতে পারেননি। জাকির ২৫ এবং আরিফুল ২১ রান করে বিদায় নেন।

দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দলের বিপর্যয় সামলেছেন দারুণভাবে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৮ বলে ২ ছয় আর ৮ চারে খেলেন ৭০ রানের এক অসাধারণ ইনিংস। তার ইনিংসে ভর করেই ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৫৫ রান করে জেমকন খুলনা।

Bootstrap Image Preview