Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তমা মির্জা এবং তার স্বামী হিশাম চিশতির পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০১:০৬ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০, ০১:০৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


রাজধানীর বাড্ডা থানায় নায়িকা তমা মির্জা এবং তার স্বামী হিশাম চিশতি পরস্পরের বিরুদ্ধে মামলা করেছেন।

৫ ডিসেম্বর রাত ৩টায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুক জন্য মারপিটসহ হুমকি প্রদানের অপরাধে মামলাটি করেছেন তিনি। আর ৬ ডিসেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন হিশাম।

মামলার এজাহার থেকে জানা গেছে, ‘বিয়ের পর বিভিন্ন সময় স্বামীর কাছ থেকে মোট ২০ লাখ টাকা ‘ধার হিসেবে’ নেন তমা। তবে সেই ধারের টাকা ফেরত চাইলে তমা কালক্ষেপন শুরু করেন। গত ২৯ সেপ্টেম্বর হিশাম কানাডা থেকে দেশে এসে তমাকে তার নিজের বাসায় এসে থাকতে বললেও তিনি তার বাবার বাসাতেই থাকেন।’

এজাহারে আরও বলা হয়, ‘হিশাম তার শ্বশুর বাড়িতে গেলে তার সঙ্গে তমাসহ অন্যরা খারাপ আচরণ শুরু করেন। একপর্যায়ে গত ৫ ডিসেম্বর রাত ৩টার দিকে তমা মির্জার বাবার বাড্ডার বাসায় যেতে বলা হয় হিশামকে। সেখানে নানা বিষয়ে আলোচনার পর ধার নেওয়া ২০ লাখ টাকা চাইলে বাসার সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে বাড়ির সদস্যরা ক্ষিপ্ত হয়ে হিশামের ওপর আক্রমণ করেন।’

এ বিষয়ে তমা মির্জা বলেন, ‘মামলার বিষয়ে তো কিছু হয়নি। আমার আর হিশামের মধ্যে ঝামেলা হয়েছে। সেটা সুরাহার জন্য উভয়ে থানায় অভিযোগ করেছি। এটি একান্তই আমাদের পারিবারিক বিষয়। শিগগিরই সুরাহা হয়ে যাবে।’

২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীকে বিয়ে করেন তমা মির্জা। দুবাইয়ে হানিমুনও করেছিলেন তারা। সেখান থেকে ফেরার পর তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল।

Bootstrap Image Preview