বিডিমর্নিং ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রামে পুত্রবধূ ধর্ষণ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর থানায় মামলাটি দায়ের করেছেন পুত্রবধূ নিজেই।
জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৫০ বছর বয়সী বাচ্চু মিয়ার কু-নজরে পড়ে তার ২১ বছর বয়সী পুত্রবধূ। গত ১০ ডিসেম্বর সকাল আনুমানিক ১০ টায় তার পুত্রবধু একাই বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে লম্পট বাচ্চু মিয়া তার পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করে।
১৬ ডিসেম্বর পুত্রবধূ নিজেই বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ধর্ষণের অভিযোগে তার শ্বশুর বাচ্চু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ওসির দায়িত্বে থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার জানান, পুত্রবধূ ধর্ষণ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। লম্পট শ্বশুরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।