Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘করোনার টিকা নিলে নারীর গজাবে দাড়ি আর পুরুষের হবে নারীকণ্ঠ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০৮:০০ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০, ০৮:০০ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ ‘ফাইজার-বায়োএনটেকের টিকা নিলে নারীর গজাবে দাড়ি আর পুরুষের হবে নারীকণ্ঠ অথবা মানুষ কুমিরে রূপান্তরিত হতে পারে’ করোনাভাইরাসের টিকা নিয়ে এভাবেই বিদ্রূপ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।

করোনা মহামারির শুরু থেকেই এ ভাইরাসকে গুরুত্ব দেননি বলসোনারো। তিনি এটিকে সামান্য ফ্লু (সাধারণ জ্বর-সর্দি) বলে আখ্যায়িত করেছিলেন। পরবর্তীতে তিনি নিজেও করোনায় আক্রান্ত হন। এ মহামারির টিকা তিনি নেবেন না বলে জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বলসোনারো বলেন, ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও দায় আমরা নেব না। যদি তুমি কুমিরে রূপান্তরিত হও, তাহলে সেটা তোমার সমস্যা।

ব্রাজিলে কয়েক সপ্তাহ ধরে এই টিকা নিয়ে পরীক্ষা চলেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এ টিকার ব্যবহার শুরু হয়েছে।

বলসোনারো আরও বলেন, যদি তুমি অতিমানব হয়ে যাও, যদি নারীর দাড়ি গজায় অথবা পুরুষের কণ্ঠ নারীকণ্ঠে বদলায় তাহলে কিছু করার থাকবে না।

Bootstrap Image Preview