Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাড়ির আঙিনায় গাঁজার চাষ করে আটক মাদক ব্যবসায়ী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০৮:১৮ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০, ০৮:১৮ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ টাঙ্গাইলের গোপালপুরে নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ করছিলেন তালেব (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী। খবর পেয়ে পুলিশ গাঁজার গাছ জব্দ করে এবং তালেবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তালেব উপজেলার বাখুরিয়াবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী তালেব তার বাড়িতে গাঁজা চাষ করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং ২টি গাঁজার গাছ জব্দ করা হয়।

তিনি আরও জানান, চাষকৃত গাঁজা উপজেলার বি‌ভিন্ন স্থা‌নে বি‌ক্রি কর‌তেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তা‌কে শুক্রবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়ে‌ছে।

Bootstrap Image Preview